ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2025 ইং
বিএনপি অফিসে হামলা ছবির ক্যাপশন: বিএনপি অফিসে হামলা
ad728
পটুয়াখালীতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পু‌লিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‌জেলার দুমকী উপজেলার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদুল দুমকী উপ‌জেলার আঙ্গারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি ওই এলাকার ইউসুফ খানের পুত্র।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, দুই বছর পূর্বে বিএন‌পি অ‌ফি‌সে দলীয় কর্মী সভা চলাকালীন অত‌র্কিত হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লী‌গের নেতাকর্মীরা। সেই ঘটনায় গত ৫ আগস্টের পর দুমকী থানায় মামলা করা হলে আজ‌ জা‌হিদ‌কে গ্রেফতার করা হয়।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, গ্রেফতার জা‌হিদ ওই মামলা‌র এজাহারভুক্ত আসামি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted