ঢাকা | বঙ্গাব্দ

ঈদে বাড়ি ফিরতে ৩০ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2025 ইং
ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ছবি: সংগৃহীত
ad728
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ মার্চ) ৩০ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

এদিন সকাল ৮টায় আগামী ৩০ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এবারও অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। এরমধ্যে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই নিয়মেই দুই সময়ে দুই অঞ্চলের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।

এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অনুযায়ী সবশেষ বুধবার (১৯ মার্চ) আগামী ২৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এছাড়া বৃহস্পতিবার ৩০ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী ৩১ মার্চ ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।




নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted