ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বিদেশ সফর ঘিরে ষড়যন্ত্র চলছে: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরণের ষড়যন্ত্র , গুজব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে পরিকল্পিত গুজব, ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা। কয়েকদিন আগে কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, দেশের এই পরিস্থিতিতে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত। এগুলো বর্তমান সরকার দেখছে না এমন প্রশ্ন রাখেন তিনি।

এদিকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৫ মার্চ আলোচনা সভা, ২৬ মার্চ সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তলন, পরে সাড়ে ৮টার জাতীয় স্মৃতিসৌধে শদ্ধা নিবেদন শেষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted