ঢাকা | বঙ্গাব্দ

লোডশেডিং হবে, তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে: বিদ্যুৎ উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

উপদেষ্টা জানান, বর্তমানে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারনে সামনে ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা বাড়বে। ভর্তুকি যেন না বাড়ে সেকারণে কিছু লোডশেডিং দেয়ার জন্য বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল গ্রিড বিপর্যয়ের কারন তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। গ্রিড বিপর্যয়ের কারন, এর জন্য কারা দায়ী তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। গ্রিডের স্টাবলিটির জন্য কাজ করছে মন্ত্রণালয়।এখন বিদ্যুৎ সরবরাহে এখন কোনো সংকট নেই।

তিনি আরও জানান, মেট্রোরেল ১ ঘণ্টার জন্য বন্ধ থাকার কারন খতিয়ে দেখতে বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। মেট্রোরেল ১ ঘণ্টার জন্য বন্ধ থাকার কারন বলা হয়েছে বিদ্যুৎ সংকট। কমিটি তা খতিয়ে দেখে রিপোর্ট দিবে।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স