ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের ওয়েবসাইট আপডেট বন্ধ ১ বছর ৯ মাস ৫ দিন ধরে

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
জেলা শিক্ষা অফিস ছবির ক্যাপশন: জেলা শিক্ষা অফিস
ad728

স্টাফ রিপোর্টার, দৈনিক দুর্বার | হবিগঞ্জ, ১ মে ২০২৫

শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল অগ্রগতির দাবি থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর জেলা শিক্ষা অফিসের ওয়েবসাইট টানা ১ বছর ৯ মাস ৫ দিন ধরে কোনো আপডেট পাচ্ছে না। এতে করে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট অনেকেই দুর্ভোগে পড়েছেন।

ওয়েবসাইটটিতে সর্বশেষ নোটিশ প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ২৬ জুলাই। এরপর থেকে আর কোনো তথ্য সংযোজন বা হালনাগাদ করা হয়নি। ফলে শিক্ষাবিষয়ক নির্দেশনা, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, ভর্তি সংক্রান্ত তথ্য, ফলাফল বা পরীক্ষার সময়সূচির মতো জরুরি দিকনির্দেশনা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

এ বিষয়ে এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সরকারি ওয়েবসাইটকে নির্ভরযোগ্য মাধ্যম মনে করি। কিন্তু এতদিন ধরে বন্ধ থাকায় সব তথ্য জানতে হয় বিভিন্ন অনানুষ্ঠানিক উৎস থেকে, যা বিভ্রান্তির কারণ হয়।”

স্থানীয় শিক্ষকরা বলছেন, নিয়মিত ওয়েবসাইট আপডেট হলে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান একক প্ল্যাটফর্ম থেকে নির্দেশনা পেতে পারত। এ ধরনের দীর্ঘ অবহেলা জেলা পর্যায়ের ডিজিটাল প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে।

হবিগঞ্জ জেলার কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা মোসাহিদ মজুমদার বলেন,
"বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার শিক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। অথচ জেলার প্রধান শিক্ষা দপ্তরের ওয়েবসাইট দীর্ঘদিন অনআপডেট থাকা খুবই দুঃখজনক। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রশাসনিক স্বচ্ছতা ব্যাহত হচ্ছে। আমরা চাই অবিলম্বে ওয়েবসাইটটি হালনাগাদ করে সকলের জন্য তথ্যপ্রাপ্তি সহজ করা হোক।”

উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় বর্তমানে ২৮৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩০টি কলেজ রয়েছে, যার মধ্যে ৮টি সরকারি এবং ২২টি বেসরকারি প্রতিষ্ঠান। এত সংখ্যক প্রতিষ্ঠানের তথ্যপ্রাপ্তির জন্য একটি কার্যকর ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিসীম।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ওয়েবসাইটটি হালনাগাদ এবং কার্যকর করার আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স