ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : May 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে। সে স্থানীয় গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিতে যায়। খাতা জমা দেয়ার পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো সে। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন শিকারী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স