ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দর এলাকা থেকে ৬ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ (২৮ মে) গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আশকোনা এলাকায় মাদকদ্রব্য বিক্রি করার সময় ৬ মহিলা ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্প।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোছা. কাকলী (২৪), আমেনা (২৫), লিমা (২৭), মাহি (২৩), ফাতেমা আক্তার বৃষ্টি (২৪) এবং মুন্নি আক্তার (২৩)। তাদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা, ২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৯,৮৯০ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sorce: NEWS24


নিউজটি আপডেট করেছেন : Monir Zaman

কমেন্ট বক্স