ঢাকা | বঙ্গাব্দ

মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ ছবির ক্যাপশন: মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ
ad728

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কানা পুকুরিয়া নামক স্থানে থেকে বন্যা খাতুন (২০) নামে এক গৃহবধূর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে মৃত্যু বা দুর্ঘটনা ঘটেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

রোববার (১৫ জুন) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এই ঘটনাটি ঘটে। নিহত বন্যা খাতুন শৈলকূপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের সোহানের স্ত্রী।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে স্থানীয়রা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের কানা পুকুরিয়া নামক স্থানে রাস্তার ওপর ছিন্নভিন্ন এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

হাইওয়ে থানার ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা পুলিশ নিশ্চিত নয়।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স