ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য আজ সোমবার (১৬ জুন) নির্বাচন কমিশন ঘোষণা করা হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিকালে সিন্ডিকেট মিটিংয়ের পর এই কমিশন ঘোষণা করা হবে।
এদিকে, শিক্ষার্থীদের একটি পক্ষ নির্বাচনের সময়সীমা তথা তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা নেতৃত্বাধীন এই শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন কমিশন ঘোষণায় নানা রকম বাধা সৃষ্টি হতে পারে। নির্বাচন কমিশন ও নির্দিষ্ট সময়সীমা তথা তফসিল ঘোষণা না করা পর্যন্ত তাদের এই অবস্থান চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার বিকাল ৫টায় তাদের সিন্ডিকেট মিটিং রয়েছে এবং তারা ডাকসু নির্বাচন কমিশন পাস করিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী। এই নির্বাচন কমিশনই ডাকসু নির্বাচনের পরবর্তী সকল কার্যক্রম ও আনুষ্ঠানিকতা পরিচালনা করবে।
বিন ইয়ামিন মোল্লা বলেন, "সোমবারের সিন্ডিকেট মিটিংয়ে কোনো ছাত্রবিরোধী সিদ্ধান্ত বা সুপারিশ যেন না আসে সে বার্তা দিতে আমরা এখানে অবস্থান করছি। শিক্ষার্থীদের একমাত্র দাবি- ডাকসু নির্বাচন। এই নির্বাচন যে কোনো মূল্যেই হতে হবে।" তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে টালবাহানা করছে এবং তাদের ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মোকাবিলা করা হবে।
বার্তা সম্পাদক