বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, খেলার মাঠে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত মৌমাছি গিলে ফেলায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
সঞ্জয় কাপুর ছিলেন বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারী খ্যাতনামা প্রতিষ্ঠান ‘সোনা কম্পস্টার’-এর কর্ণধার। ভারত, যুক্তরাষ্ট্র ও চীনে সক্রিয়ভাবে কাজ করা এই প্রতিষ্ঠানের বর্তমান বাজারমূল্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার কোটি টাকা। যে কারণে সঞ্জয়ের মৃত্যুর পর প্রশ্ন উঠছে—কার হাতে উঠছে এই ব্যবসায়ীর গড়া ৩৯ হাজার কোটি টাকার সাম্রাজ্য?
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বিস্ময়করভাবে এত বড় সাম্রাজ্যের দায়িত্ব সঞ্জয়ের স্ত্রী বা সন্তানদের হাতে যাচ্ছে না। বরং এই প্রতিষ্ঠানের হাল ধরতে চলেছেন সঞ্জয়ের দুই বোন—সুপর্ণা কাপুর ও মন্দিরা কাপুর কইরালা।
দুই বোনই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সুপর্ণা একজন খ্যাতনামা ম্যাগাজিনের সম্পাদক। অন্যদিকে মন্দিরা ‘সোনা মন্দিরা প্রাইভেট লিমিটেড’-এর সিইও, যা মূলত অটোমোবাইল খাতে কাজ করে।