তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের পরমাণু ইস্যু সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট। খবর আনাদোলু এজেন্সির।
এরদোয়ান বলেন, ‘পরমাণু বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথই একমাত্র টেকসই উপায়। তুরস্ক এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত।’ ইরান-ইসরায়েলের মধ্যকার উত্তেজনা চরমে ঠেকার পর গত ৪৮ ঘণ্টায় এটি ছিল এরদোয়ান-ট্রাম্পের দ্বিতীয় ফোনালাপ।
ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েল-ইরান সংঘাত অবসানে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে স্বাগত জানান এবং বলেন, ‘পুরো অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দেওয়ার মতো বিপর্যয় ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের হামলার কারণে ইরান ও গোটা অঞ্চলে যে সহিংসতা সৃষ্টি হয়েছে, তাতে দুই পক্ষই অপূরণীয় বেসামরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ পথ বন্ধ করতেই হবে।’