ঢাকা | বঙ্গাব্দ

হতাশায় নতুন মৌসুম শুরু করলো চেলসি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রোববার (১৭ আগস্ট) নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টালকে আতিথ্য দেয় দ্য ব্লুজ’রা।

ম্যাচে শুরু থেকেই চেলসির ওপর চাপ তৈরি করে খেলতে থাকে সফরকারীরা। ১৩তম মিনিটেই ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি কিকে জালে বল পাঠান এবেরেচি এজে। তবে এই ইংলিশ মিডফিল্ডার শট নেয়ার সময় ডিফেন্ডার মার্ক গেয়ি চেলসির রক্ষণের কাছাকাছি থাকায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি। পরে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে পাল্টা জবাব দিলেও গোলের দেখা পায়নি চেলসি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স