ঢাকা | বঙ্গাব্দ

গাজায় যুদ্ধ মোকাবিলায় ব্যর্থ ইউরোপ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2025 ইং
গাজায় যুদ্ধ মোকাবিলায় ব্যর্থ ইউরোপ ছবির ক্যাপশন: গাজায় যুদ্ধ মোকাবিলায় ব্যর্থ ইউরোপ
ad728

ইউক্রেন ও গাজার যুদ্ধ নিয়ে ইউরোপ ও পশ্চিমাদের দ্বৈত মানদণ্ড তাদের বৈশ্বিক অবস্থান দুর্বল করছে বলে সতর্ক করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বলেন, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের হামলার নিয়ে ইউরোপের প্রতিক্রিয়া একবিংশ শতাব্দীর সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি।

লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে সানচেজ বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

তিনি অভিবাসনের সুফল তুলে ধরে জলবায়ু সংকটে ডানপন্থী ঐতিহ্যবাহী দলগুলোর ভূমিকার সমালোচনা করেন। সানচেজ বলেন, ইসরায়েলের গাজায় হামলাকে গণহত্যা আখ্যা দেয়ার প্রথম ইউরোপীয় নেতা তিনি এবং স্পেনের অনুসরণে আরও দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। তবে ইউরোপের প্রতিক্রিয়া ছিল ব্যর্থ।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স