সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধে সুলতানা পারভীন হাইকোর্টে জামিনের আবেদন করেন।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে নামকরণের বিষয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এরপর তাকে মাদক রাখার মিথ্যা অভিযোগে এক বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হলে পরদিনই সাংবাদিক আরিফকে জামিন দেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ডিসি সুলতানা পারভীন ও তিন ম্যাজিস্ট্রেটসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ পাঁচ বছর তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে চার্জশিট দাখিল করে, যেখানে সুলতানা পারভীনসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক