ঢাকা | বঙ্গাব্দ

ভারী বৃষ্টিপাতে মিরপুরে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ভারী বৃষ্টিপাতে মিরপুরে জলাবদ্ধতা ছবির ক্যাপশন: ভারী বৃষ্টিপাতে মিরপুরে জলাবদ্ধতা
ad728

রাজধানীতে হঠাৎ বৃষ্টিপাতে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে হওয়া এ বৃষ্টিতে মিরপুরের বিভিন্ন সড়কে জমে গেছে পানি। এতে ব্যহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।

মিরপুরের ট্রাফিক এলার্টে জানানো হয়, বৈরি আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ট্রাফিক মিরপুর বিভাগের বিভিন্ন পয়েন্টে পানি জমে গেছে। এরমধ্যে রয়েছেন মিরপুর-১০, বি আর টি এ এবং মিরপুর-১। জলাবদ্ধতার কারণে ধীর গতিতে যানবাহন চলাচল করছে।

তবে যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মিরপুর ট্রাফিক বিভাগের ডিসির দিকনির্দেশনায় ট্রাফিক টিম নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে বলেও জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স