ঢাকা | বঙ্গাব্দ

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪৭৪ জন, জমা দেয়ার শেষ দিন আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
চাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪৭৪ জন, জমা দেয়ার শেষ দিন আজ ছবির ক্যাপশন: চাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪৭৪ জন, জমা দেয়ার শেষ দিন আজ
ad728

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী হতে ৪৭৪ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া, হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া যাবে। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। এরপর আপত্তি গ্রহণ শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় থাকলেও প্রার্থীদের ভিড়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলে। এদিন সকাল থেকেই চাকসু ভবনে বিভিন্ন পদে প্রার্থী, সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। প্রথম দুইদিন নিস্প্রাণ থাকলেও মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে উৎসবের আমেজ তৈরি হয়।

এদিকে, দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আমেজ বইছে। প্রার্থীরা শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সবমিলিয়ে সরগরম চবি ক্যাম্পাস।

এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স