ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে অমর একুশে বইমেলার সময় পরিবর্তন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2025 ইং
অমর একুশে বইমেলা ছবির ক্যাপশন: অমর একুশে বইমেলা
ad728

ঢাকা, ১৮ সেপ্টেম্বর – প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা এবার পরিবর্তিত সময়ে আয়োজন করা হবে। জাতীয় সংসদ নির্বাচন এবং রমজানের কারণে বাংলা একাডেমী ঘোষণা করেছে, বইমেলা ২০২৬-এর আয়োজন হবে ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমীতে অনুষ্ঠিত তারিখ নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালক এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

বাংলা একাডেমী জানিয়েছে, আসন্ন নির্বাচন ও রমজানের কারণে সময়সূচি পরিবর্তন আনা হয়েছে, যাতে বইমেলার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স