ঢাকা | বঙ্গাব্দ

কিছু রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করছে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
আহমেদ আযম খান ছবির ক্যাপশন: আহমেদ আযম খান
ad728
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে— এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ওই কতিপয় দল দেশের সম্প্রীতিকে ব্যাহত করতে চায়। দেশকে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদীরা। সেই জায়গা থেকে আমরা দেশকে যত উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই, সেখানে কিছু দল বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তাকে সংবর্ধনা দেয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বলেন, দেশের অর্ধেক হচ্ছে নারী সমাজ আর এই নারী সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র কখনও চলতে পারে না। 

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবালসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স