ঢাকা | বঙ্গাব্দ

পিআর এর নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত:

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ছবির ক্যাপশন: আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল
ad728
স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

পিআর এর নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোণার কলমাকান্দায় রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপূজা অনুষ্ঠানে যোগদান করে এমন মন্তব্য করেন তিনি।

কায়সার কামাল বলেন, পিআরের জন্য মানুষ জীবন দেয়নি। যারা পিআর দাবি করছেন তারাও অনেকেই এটা বোঝেন না। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেননি। এখন সবাই ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তবে তাদের নির্বাচনি ম্যানিফেস্টো দিয়ে দিক।

জামায়াত ধর্মীয় আবেগ নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে বলেন, তারা পিআর এর নামে বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশ যেন তৈরি না হয়, এজন্যই এমনটা করছে তারা।

এ সময়, রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি অনুজ চক্রবর্তী, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স