ঢাকা | বঙ্গাব্দ

এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ১০ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
জাতীয় নাগরিক পার্টি ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টি
ad728
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ১০ কেন্দ্রীয় নেতা। তাদের দলের অন্য সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

গতকাল বুধবার (১ অক্টোবর) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগভিত্তিক সাংগঠনিক দায়িত্ব পাওয়া নেতারা হলেন- ড. আতিক মুজাহিদ (রংপুর), ইমরান ইমন (রাজশাহী), এহতেশাম হক (সিলেট), আশেকিন আলম (ময়মনসিংহ), সাইফুল্লাহ হায়দার (ঢাকা), নিজাম উদ্দীন (ফরিদপুর), এসএম সুজা উদ্দিন (চট্টগ্রাম), মো. আতাউল্লাহ (কুমিল্লা), ফরিদুল হক (খুলনা) ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন (বরিশাল)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত এই ১০ নেতাকে আগামী এক মাসের মধ্যে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয়া হলো।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স