ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর গেন্ডারিয়ায় অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
প্রতীকী ছবি ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728
রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনের পাশে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।

রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। বলেন, আমরা সকালে খবর পেয়ে গেন্ডারিয়া রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করি। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, আমরা ওই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছিলাম। তারা এসে ওই নারীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা ওই নারীকে গলা কেটে হত্যা করেছে সে বিষয়টি এখন পর্যন্ত জানতে পারিনি।

তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বের করা যাবে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স