ঢাকা | বঙ্গাব্দ

'গণভোটের চার প্রশ্নে একটির সাথে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়?'

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছবির ক্যাপশন: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ad728
গণভোটের চারটি প্রশ্নের কোনও একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের প্রতি এমন প্রশ্ন তুলে এর উত্তর জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্হ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনও কিছু করা হলে তা টেকসই হবে না। ৯০ ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে।

এসময় সাধারণ মানুষ বুঝতে পারবে সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থপাচারের মাধ্যমে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায়।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স