ঢাকা | বঙ্গাব্দ

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2025 ইং
ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
রাজধানী ঢাকাসহ আশপাশের ৪ জেলায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিজিবি'র পক্ষ থেকে।রোববার (১৬ নভেম্বর) বাহিনীর সদরদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

বলা হয়, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, আগামীকাল (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়। এরইমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেয়ার মতো নাশকতার ঘটনা ঘটছে। আগুন দেয়া হয়েছে বেশ কয়েকটি জুলাই স্মৃতিস্তম্ভে। তাই রায়ের দিন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স