ঢাকা | বঙ্গাব্দ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
সজীব ওয়াজেদ জয় ছবির ক্যাপশন: সজীব ওয়াজেদ জয়
ad728
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালট

এদিকে, মামলার অপর আসামি জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। আগামী ১০ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।অন্যদিকে, কার‌ফিউ দি‌য়ে ছাত্রজনতা‌কে হত্যার পরিকল্পনার অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১০ ডিসেম্বর তাদের আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে কারফিউ দিয়ে হত্যাকাণ্ডের ৫টি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স