ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ad728
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।প্রফেসর ইউনূস বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। কাপুরুষের মতো বসে থাকা নয়; শহীদদের স্বপ্নপূরণে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে পুলিশকে সতর্ক, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।

নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হচ্ছে সমাজের বিল্ডিং কোড তৈরির সুযোগ। যে গণভোট আসছে, তা শুধু ৫ বছরের মেয়াদী নির্বাচন নয়, এটি আরও গুরুত্বপূর্ণ।প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বচানের এমন এক বিল্ডিং কোড তৈরি করে দেবে; যা শতবর্ষ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স