ঢাকা | বঙ্গাব্দ

গাজার স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ৮

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2025 ইং
উত্তর গাজায় ছবির ক্যাপশন: উত্তর গাজায়
ad728
উত্তর গাজায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও দুই শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর গাজায় বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয়দানকারী স্কুলটিতে ইসরায়েল এ বিমান হামলা চালায় বলে জানান ফিলিস্তিনি চিকিৎসকরা। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাবালিয়ার হালাওয়া স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে আরো ৩০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি ড্রোন স্কুলের একটি রুমে আঘাত হানার ফলে ব্যাপক হতাহত হয়।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, হামাস সদস্যরা স্কুল থেকে তাদের প্রতিরোধ পরিচালনা করে আসছিল। তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

উল্লেখ্য, চলমান যুদ্ধ গাজার বেসামরিক জনগণকে বিধ্বস্ত করেছে। গণহত্যায় ৪৬ হাজার ৫শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিভাগই নারী ও শিশু।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted