সোমবার (১৩ জানুয়ারি) সকালে প্রথমে সচিবালয়ের সামনের তৃতীয়বারের মতো সড়কে অবস্থান নেন আন্দোলনরত এসআইরা।
গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনির সাথে চাকরি পুনর্বহালের দাবিতে সাক্ষাৎ করেছিলেন তারা। সেসময় স্বরাষ্ট্র সচিব তাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। এর ভিত্তিতে আন্দোলন ১২ জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছিলো চাকরীচ্যুত শিক্ষানবিশ এসআইরা।
এক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় আবারও অবস্থান কর্মসূচিতে নেমেছেন আন্দোলনরত ৩২১ এসআই। বাদ পড়া ক্যাডেট এসআইরা দাবি করেন শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেটি সঠিক ছিল না। বহিস্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন তারা।