ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব: হাসনাত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2025 ইং
আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন ছবির ক্যাপশন: আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন
ad728
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। এই দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করাতে হবে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও ক্বওমী মাদরাসার আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান, তারা জাতীয় স্বার্থের স্বার্থত্যাগ করে বেঈমানি করছেন। বাংলাদেশের যেসকল রাজনৈতিক দল রয়েছে, আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারে মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়িয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করলে ওরা আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, সেটা ভুল ভাবছেন।

তিনি আরও বলেন, এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে এত বছরের অত্যাচার-নির্যাতনের বিচারের জন্য আওয়াজ তুলুন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted