ঢাকা | বঙ্গাব্দ

হাজারীবাগে লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2025 ইং
হাজারীবাগ বাজারে ছবির ক্যাপশন: হাজারীবাগ বাজারে
ad728
আড়াই ঘণ্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স নাম একটি লেদার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটের দিকে হাজারীবাগ ট্যানারির কাঁচাবাজার সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় ফিনিক্স লেদারের গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাছাড়া আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি কাজ করেছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনের ভেতরে কেমিক্যালসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted