বাংলাদেশ পুলিশের তিনজন পুলিশ সুপার আসাদুজ্জামান, আবুল হাসনাত ও আব্দুল মান্নান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে বিভিন্ন পুলিশ ইউনিট থেকে তাদের আটক করে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। শনিবার দুপুরে তাকে ঢাকায় আনা হয়। একই দিনে রংপুর রেঞ্জের পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে রাজশাহী থেকে আটক করা হয়েছে।
এদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।
সূত্র: Daily Janakantha, TBS News