প্রিন্ট এর তারিখঃ Dec 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2025 ইং
রাজধানীর ভাটারায় পদ্মা অয়েল কোম্পানির গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় পদ্মা অয়েল কোম্পানির গাড়ির ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এসময় একজন পথচারীও আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পদ্মা অয়েল কোম্পানির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ-ওয়ান ট্রেডিং নামে গাড়ির শোরুমে ঢুকে পড়ে। এসময় সামনে থেকে আসা রিকশাকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। পরে আহত রিকশা চালককে হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত পথচারীকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এ-ওয়ান ট্রেডিং এর বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘাতক গাড়িটির চালককে আটক করেছে পুলিশ। মালিকপক্ষের সাথে আলোচনা করে থানা পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার