প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 6, 2025 ইং
হবিগঞ্জে বৃষ্টি জন্য ইসতিসকার নামজ এবং দোয়া প্রার্থনা

হবিগঞ্জে অনা বৃষ্টি ফখর রোদ আর প্রচন্ড গরমের প্রবনতায় উদ্ভিদ ও প্রাণিকোল বিপর্যস্ত জীবনে স্বস্তির জন্য আলোচনা ও ইসতিসকার নামজ এবং দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৬ (এপ্রিল) সকাল ১০ টার দিকে স্থানীয় নিউ ফিল্ডে উক্ত নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে ইমামতি করেন চুনারুঘাট নুর মোহাম্মূপুর দরবার শরীফের পীর ও অধ্যক্ষ মাওলানা আবু তাহের মোহাম্মদ সালেহ উদ্দিন।
নামাজ শেষে মুসল্লীগনকে নিয়ে দুই হাত উঠিয়ে মহান আল্লাহ তায়ালার দরবারে ১৮ থেকে ৮০ হাজার সৃষ্টির উপর সকল প্রকার গজব উঠিয়ে শান্তি ও রহমত বর্ষণ করার জন্য দোয়া প্রার্থণা করা হয়।
হবিগঞ্জ আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষ"র আয়োজনে আলোচনা সভায় সভপতিত্ব করেন মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া।
পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তৈয়ব মোজাহিদীর পরিচালনায় আলচনা সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এম এ মজিদ, মাওলানা এম এ জলিল, মাওলানা গোলাম সরওয়ার, মুফতি মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী ও মুফতি আলমগীর হোসেন সাইফী প্রমূখ।
ইমাম,খতিব,মোয়জ্জেন, হাফেজ, ক্বারীশিশুসহ অসংখ্য মুসল্লী নামজে অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার