
রোববার (২৭ এপ্রিল) এ দাবি নিয়ে ‘মার্চ টু দুদক’ কর্মসূচী পালন করে যুব অধিকার পরিষদ। এদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এই মার্চ শুরু হয়। মিছিল নিয়ে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যায় নেতৃবৃন্দ। পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুদকে স্মারকলিপি জমা দেয়।
মার্চে অংশ নেয়া নেতাদের দাবি, অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তবর্তী সরকার গঠিত হলেও এখনও বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে। বিগত সময়ের মতো তাদের দুর্নীতিবাণিজ্য অব্যহত বলেও মনে করে যুব অধিকার পরিষদ।
তাই অবিলম্বে সচিবালয়সহ বিভিন্ন দফতরে থাকা বিগত সরকারের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের প্রতি আহ্বান জানায় তারা। একইসঙ্গে বিভিন্ন দফতরে সংযুক্ত ছাত্র প্রতিনিধিদের অপসারণের দাবিও তোলে যুব অধিকার পরিষদ।