গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আগামী ১৮ জুন একটি প্রচার সভার আয়োজন করেছে ভারতের বামপন্থী সংগঠনগুলো। আর এই প্রচার সভার কর্মসূচির পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে তোপের মুখে পড়েছে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
পোস্টের ক্যাপশনে স্বরা ভাস্কর লিখেছেন, ‘মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।’ এরপরই তার পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
ভারতীয় নেটিজেনদের দাবি, স্বরা মুসলিম সম্প্রদায়ের বিষয়ে সরব হলেও অন্যান্য সংখ্যালঘু কিংবা নির্যাতিত জনগোষ্ঠীর বিষয়ে মুখ খোলেন না।
একজন কটাক্ষ করে লেখেন, পেহেলগাম, সিরিয়া ও সুদানের খ্রিস্টান, পাকিস্তানের হিন্দুদের নিয়ে আপনার কোনও ভাবনা নেই। মুসলিমদের জন্য এত ভালোবাসা থাকলে বালোচিস্তানের মুসলিমদের কথাও বলুন।
