
সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় হিজরি নববর্ষের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৭ জুন শুক্রবারকে ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিন নতুন হিজরি বর্ষ ১৪৪৭ শুরু হবে।
দেশটিতে এই সরকারি ও বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি একটি বেতনভুক্ত ছুটির দিন হিসেবে গণ্য হবে। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই নববর্ষের ছুটির সদ্ধিান্ত এসেছে।
হিজরি বর্ষ ইসলামী বর্ষ হিসেবে পরিচিত। মহানবী (সা.)-৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সে বছর থেকে হিজরি বর্ষ গণনা করা হয়। খলিফা ওমর ইবনুল খাত্তাব (রা.) হিজরি প্রবর্তন করেন। হিজরি বর্ষ চন্দ্র মাস হিসেবে গণনা করা হয়। এর সূচনা হয় মহররম মাস দিয়ে এবং শেষ হয় জিলহজ মাস দিয়ে। মুসলিম বিশ্বে ব্যাপকভাবে হিজরি নববর্ষ উদযাপন করা হয় না, তবে সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্বের কোনো কোনো দেশ হিজরি নববর্ষ উদযাপন করে থাকে।
সূত্র : গালফ নিউজ