প্রয়াত মাকে নিয়ে সামাজিক মাধ্যমে অশ্লীল মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেতা কাঞ্চন মল্লিক। এ ঘটনায় এক নেটিজেনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন অভিনেতা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিনেতা জানান, নিজেদের নিয়ে ট্রল বা অপবাদ দেওয়ার ঘটনা নতুন নয়, তবে প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য আর সহ্য করতে পারেননি।
অভিনেতা বলেন, ‘আমাদের নিয়ে নানা কুমন্তব্য বা মিথ্যা অপবাদে আমরা অভ্যস্ত। কিন্তু এক অচেনা নারী আমার স্বর্গীয় মাকে টেনে অশ্লীল মন্তব্য করায় এবার আর নিজেকে ঠিক রাখতে পারিনি। কোন অধিকারে তিনি এ কাজ করলেন?’অভিনেতা আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ এবং সন্তান সোশ্যাল মিডিয়ায় কটূক্তি ও আক্রমণের শিকার হচ্ছেন। এবার পরিস্থিতি সীমা ছাড়িয়ে গেছে বলেই আইনগত ব্যবস্থা নিয়েছেন তিনি। প্রয়োজনে মানহানির মামলাও করবেন।কাঞ্চন মল্লিকের কথায়, ‘এবার মানুষকে বুঝিয়ে দিতে হবে, হাতে ফোন আর ইন্টারনেট থাকলেই সোশাল মিডিয়ায় এসে যা ইচ্ছে তাই লিখে দেওয়া যায় না। সে কোনও তারকা হোক, বিধায়ক হোক বা সাধারণ মানুষ, কারও সম্পর্কেই মন্তব্য করার সময়ে শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়।’