প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
এনএসসির দুই পরিচালক মনোনয়ন ‘ভজঘট’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক সংখ্যা ২৫। ২৩ জন তিন ক্যাটাগরির মাধ্যমে নির্বাচিত হলেও দুই জন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের দুই জন মনোনীত পরিচালক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাপকভাবে। ক্রিকেট বোর্ডে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুই পরিচালককে কাউন্সিলর হতে হয়। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুই পরিচালক ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের নাম চূড়ান্ত ভোটার তালিকায় নেই। ফলে এই দুই জনের অর্ন্তভুক্তি নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পাঁচ কাউন্সিলরের মধ্যে সালমান এবং ইব্রাহিম পদত্যাগ করেছেন। তাদের শূন্যস্থানে আমরা দুই জনকে স্থলাষিভিক্ত করেছি। গতকাল বোর্ড সভায় দুই জন কাউন্সিলরের নাম অনুমোদন হওয়ার পর তাদেরকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।’
২০২৫ সালের বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ১৯১ জনকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। জাতীয় ক্রীড়া পরিষদের দুইজন মনোনীত পরিচালক এই কাউন্সিলর তালিকার মধ্যে থেকেই মনোনীত হওয়ার কথা গঠনতন্ত্র অনুসারে। এর বাইরে পরিচালক মনোনয়ন দেওয়ার বিষয়ে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিনের ব্যাখ্যা ভিন্ন রকম, ‘১৯১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। বিসিবির গঠনতন্ত্র অনুসারে কাউন্সিলর পরিবর্তন করার এখতিয়ার রয়েছে। দুই জন কাউন্সিলর পদত্যাগ করায় দুইজন শূন্য পদে এনএসসি আবার কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। সেই মনোনয়ন বোর্ড সভায় অনুমোদনের পর তারা পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। গঠনতন্ত্র ও আইনের মোতাবেকেই হয়েছে।’
বিসিবির আইনজীবী ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দুই জনই বোর্ড সভায় কাউন্সিলরশীপ রদবদল ও অনুমোদনের বিষয়টি বলেছেন। সভা হওয়ার আগেই বিসিবি নির্বাচনের জন্য গঠিত রিটার্নিং অফিসার অবশ্য জাতীয় ক্রীড়া পরিষদের দুই মনোনীত পরিচালকের নাম ঘোষণা করেছেন। রিটার্নিং অফিসার ড. শেখ জোবায়েদ গণমাধ্যমে ব্রিফ করার সময় ২৩ পদে নির্বাচিত পরিচালকের পর জাতীয় ক্রীড়া পরিষদের দুই জন মনোনীত পরিচালকের নামও পড়ে শোনান, ‘আমরা ক্রীড়া পরিষদ থেকে দুই জনের মনোনয়ন পেয়েছি। এম এম ইসহাক (ইশফাক) আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তাদেরকেও পরিচালক হিসেবে বেসরকারিভাবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো।’বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে ক্যাটাগরি তিনে জাতীয় ক্রীড়া পরিষদের পাঁচজন কাউন্সিলর। গতকাল নির্বাচনে এনএসসির কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাধিকার প্রয়োগের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে কাউন্সিলর হিসেবে পদত্যাগ করেছেন। এরপর আবার এনএসসি দুই জন কাউন্সিলর মনোনয়ন দিয়েছেন। যেটা বোর্ড সভায় অনুমোদনের পর পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে এনএসসি। নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার আগেই দুই পরিচালকের নাম ঘোষণা করেছে। চূড়ান্ত ভোটার তালিকার বাইরের পরিচালক মনোনয়ন তো আরেকটি প্রশ্নই।
বিসিবির গঠিত রিটার্নিং কমিশন মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ পেয়েছে। বিসিবি’র গঠনতন্ত্রে ১২ (গ) অনুচ্ছেদে রয়েছে , সাধারণ পরিষদের কোনো সদস্য যদি এক এর অধিক কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাহী পরিষদ/পরিচালনা পরিষদের কর্মকর্তা বা সদস্য হইয়া থাকেন, তাহা হইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচনে প্রার্থী হইতে পারিবেন না।’
নির্বাচনের আগের রাতে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ফয়জুর রহমান ভূঁইয়া। তিনি বক্সিং ফেডারেশনের কমিটিতে রয়েছেন। বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে বক্সিং ফেডারেশনে কোনো পদত্যাগ পত্র দেননি বলে জানা গেছে। ফয়জুর নির্বাচন থেকে সরলেও আরেক জন ইতোমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হয়েছেন। যিনি হকি ফেডারেশনের অ্যাডহক কমিটিতে রয়েছেন। যদিও প্রায় এক বছরে কোনো কমিটির সভায় তিনি উপস্থিত হননি। ফেডারেশন সূত্রে জানা গেছে, তার কোনো পদত্যাগ পত্রও নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার