প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
গাজা-ইউক্রেন যুদ্ধের খরচ টানতে টানতে ত্যক্ত-বিরক্ত আমেরিকানরা

মার্কিন কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন বলেছেন, গাজা ও ইউক্রেনে চলমান সংঘাত থামানোর ট্রাম্পের প্রচেষ্টা সত্ত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, যুদ্ধের খরচ টানতে টানতে ত্যক্ত-বিরক্ত আমেরিকানরা।
গ্রিন সামাজিক মাধ্যমে লিখেছেন, 'যথেষ্ট হয়েছে! সবাই এই যুদ্ধগুলোর কারণে ক্লান্ত এবং এর ব্যয় বহন করতে ত্যক্ত-বিরক্ত। এখন সময় এসেছে সব মনোযোগ আমেরিকান জনগণের দিকে দেয়ার এবং আমাদের সমস্যাগুলো সমাধান করার।'
ডানপন্থী এই কংগ্রেসওম্যান, যিনি আগে গাজায় হামলাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছিলেন, বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে রিপাবলিকান দলের মধ্যে অন্যতম সক্রিয় সমালোচক হিসেবে পরিচিত।
গাজা ও ইউক্রেনের মতো আন্তর্জাতিক সংঘাত নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্ক তীব্র হচ্ছে। জনগণের দাবিকে কেন্দ্র করে কংগ্রেসের কিছু সদস্য যুদ্ধ ও ব্যয়ের বিষয়ে সতর্কবার্তা দিচ্ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার