প্রিন্ট এর তারিখঃ Dec 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
মাইলস্টোন ট্রাজেডি: চার মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলো শিশু আরিয়ান

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে দীর্ঘ ১২২ দিন চিকিৎসা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত ১২ বছর বয়সী শিশু আরিয়ান আফিফ বাড়ি ফিরছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে হাসপাতালটির পরিচালক ডা. মুহাম্মদ নাসির উদ্দীন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসা চলাকালীন শিশু আরিয়ানের শরীরে ছোট-বড় ৩৪টি অস্ত্রপচার করা হয়। তার শরীরের মোট ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল। টানা তিনদিনসহ মোট ৮ দিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল।
এই চিকিৎসক আরও বলেন, হাসপাতালের পক্ষ থেকে আরিয়ানকে ছুটির পরবর্তী ফলোআপসহ সকল নির্দেশনা দেয়া হবে। এ সময় চিকিৎসার প্রতিটি ধাপে একটি বহুমুখী বিশেষজ্ঞ দল সহায়তা করেছে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার