প্রিন্ট এর তারিখঃ Dec 8, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2025 ইং
দেশটা আর দুর্নীতির না হোক!

দেশটা আর দুর্নীতির না হোক!
রক্তে রক্তে হয়েছে লাল,
সবুজ সমারোহের আর কিছু নেই বাকি।
CFC- এর বিস্ফোরণের মতো বাড়ছে দাঙ্গা, হানাহানি।
এক পক্ষ আরেক পক্ষকে দিচ্ছে মার, গালাগালি
নেতাদের কোন্দলে পিষিতেছে সাধারণ জনগণ
কে উস্কে দিয়েছে? কাহার স্বার্থ উদ্ধারে ব্যস্ত আজ এ জনসমাজ?
মানছি, শাস্তি তো দিতে হবে।
কিন্তু আইন, শাসন, বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে
আইন নিজ হাতে তুলে নিয়ে?
কাহার স্বার্থ উদ্ধারে ব্যস্ত আজ এ জনসমাজ?
পরতে পরতে ঘুষ আর দুর্নীতি।
সোনার হরিণ সরকারি চাকুরী হাতছাড়া,
তাই বিদেশ বিঁভুইয়ে পাড়ি জমানোই সার।
রাজনীতি, হেথায় মেধাবীদের কর্ম নয়
তর্কে তর্কে চলে দেশ।
স্বাধীন মানুষ, স্বাধীন দেশ
মার্জিত বানাতেই শেষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার