শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে।
তিনি গতকাল (৫ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শ্রম ইস্যুতে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, "বাংলাদেশের শ্রমিকদের কল্যাণ ও মর্যাদা অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শ্রম ব্যবস্থা গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি আরও বলেন, শ্রম আইনের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে কাজ চলছে এবং সরকারের উদ্যোগের অংশ হিসেবে শ্রমিকদের জীবনমান উন্নয়নে অবদান রাখতে পরিকল্পনা নেয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে একজন শ্রম অধিকারকর্মীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন শ্রম অধিকার সংস্কার কমিশন প্রতিষ্ঠা করেছে, যা আগামী ২০২৫ সালের মার্চের মধ্যে শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সুপারিশ জমা দেবে।