ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2025 ইং
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। ছবির ক্যাপশন: ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে খেলবেন হামজা দেওয়ান চৌধুরী।
ad728

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের জার্সিতে খেলার উদ্দেশে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন। আজ সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার।

গতকাল রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হয়েছিলেন হামজা।

হামজাকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে অনেক সমর্থকের ভিড়। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এ জন্য গণমাধ্যমকর্মীরাও বিমানবন্দরে ভিড় জমিয়েছেন।

হামজা আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি।

স্মরণীয় এ সফরে তার সঙ্গে এসেছেন তার মা, স্ত্রী ও সন্তানেরা।

সিলেট বিমানবন্দরে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল ঢাকায় আসতে পারেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স