ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ মেডিকেল কলেজ সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের কঠোর নিন্দা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2025 ইং
প্রেস বিজ্ঞপ্তি ছবির ক্যাপশন: প্রেস বিজ্ঞপ্তি
ad728
প্রেস বিজ্ঞপ্তি
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ
তারিখ: ১৫/০৩/২০১৫ ইং
হবিগঞ্জ মেডিকেল কলেজ সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের কঠোর নিন্দা
হবিগঞ্জ জেলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অনুমোদিত হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থাপনা হবিগঞ্জেই হওয়া উচিত। কিন্তু সম্প্রতি কলেজটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের খবর আমাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর নিন্দা জানাচ্ছে এবং এটি হবিগঞ্জবাসীর স্বার্থের পরিপন্থী বলে মনে করে।
হবিগঞ্জ জেলা শিক্ষাবান্ধব এবং এখানে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপিত হলে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি হবে, চিকিৎসা বিজ্ঞানে গবেষণার সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু এই কলেজকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা জেলার সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব করার শামিল।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জেই স্থাপন করতে হবে এবং এ বিষয়ে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় হবিগঞ্জবাসী এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ সর্বদা বিজ্ঞান, শিক্ষা ও উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে। আমরা হবিগঞ্জের মানুষের ন্যায্য অধিকার রক্ষায় যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে পাশে থাকব।
বিনীত,
উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ
যোগাযোগ: www.udvabonibd.com

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স