ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে ঈদ কবে, এখন পর্যন্ত যা জানা গেল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2025 ইং
পবিত্র ঈদুল ফিতরের চাঁদ ছবির ক্যাপশন: পবিত্র ঈদুল ফিতরের চাঁদ
ad728

আজ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।

বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার (৩০ মার্চ) খালি চোখে চাঁদ দেখা যাবে।

এদিকে, বাংলাদেশে চাঁদ দেখা সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রোববার (৩০ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭) বা ফ্যাক্স (০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১) নম্বরে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও অবহিত করা যাবে।

সূত্র: খালিস টাইম


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স