ঢাকা | বঙ্গাব্দ

২৫ বছর পর বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দিলেন টমাস মুলার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়তে চলেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষও।

বায়ার্নের একাডেমিতে বেড়ে ওঠার পর ২০০৮ সালে বাভারিয়ানদের সিনিয়র দলে অভিষেক মুলারের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয় করেন ১৯ বছরের মুলার। এরপর ক্রমেই মুলার পরিণত হতে থাকেন। বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের চার বছর পর ২০১৪ সালে বিশ্বকাপও জিতে নেন। ব্রাজিলের মাটিতে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে মুলারের দেশ জার্মানি।

আজীবনের ক্লাব বায়ার্নের জার্সিতে মোট ৩৩টি শিরোপা জিতেছেন। এর মধ্যে জার্মান বুন্দেসলিগা শিরোপাই ১২টি। এছাড়া চ্যাম্পিয়নস লিগ দুটি। 


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স