ঢাকা | বঙ্গাব্দ

দলে যোগদান ও পদত্যাগ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2025 ইং
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছবির ক্যাপশন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ad728

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না, তা এখনো চূড়ান্ত করেননি বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে নিজের সুবিধামতো সময়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হবেন— এমন ইঙ্গিত দিয়েছেন। এ ক্ষেত্রে সম্প্রতি আলোচনায় থাকা ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-তেই যে যোগ দেবেন, এমনটি নির্ধারিত নয় বলেও স্পষ্ট করেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে তার ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন উপদেষ্টা।

jjj

সম্পদের হিসাব না দেওয়ার বিষয়ে প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ জানান, ছাত্র থাকাকালীন সময় আয়কর দাখিল বা টিন না থাকায় তিনি এখনো সম্পদের বিবরণ জমা দিতে পারেননি। তবে ভবিষ্যতে আয়কর রিটার্ন দাখিলের পর নির্ধারিত প্রক্রিয়ায় সম্পদের হিসাব জমা দেবেন বলে আশ্বাস দেন।

এ সময় তার ব্যক্তিগত সহকারী (পিএস)–এর বিরুদ্ধে ওঠা বিতর্ক প্রসঙ্গেও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, তার পিএস চাকরি ছাড়ার সময় যথাযথভাবে পদত্যাগপত্র জমা দিয়েই অব্যাহতি নিয়েছেন। পাশাপাশি অভিযোগ করেন, এখনো কিছু ‘পাওয়ার হাউজ মিডিয়া’ তাকে টার্গেট করে সংবাদ প্রকাশ করছে এবং এর পেছনে চাপ প্রয়োগ করা হচ্ছে।

এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় আগামী দুই মাসে আরও কয়েক হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টাকা স্থানান্তর প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিসিবির সাথে আমার কথা হয়েছে। এফডিআর তাদের আয়ের একটা উৎস। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে এখন যেখানে এফডিআর করা হয়েছে সেখানে ইন্টারেস্ট রেটও ভালো। এক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছে কি না তা আমরা দেখবো। সরকারি যেকোন প্রতিষ্ঠানকেই আমি বলবো, ভালো যে ব্যাংকগুলো আছে সেখানে টাকা রাখতে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স