ঢাকা | বঙ্গাব্দ

টানা সপ্তম দিনের মতো গোলাগুলি ভারত-পাকিস্তান সেনাদের মাঝে

  • নিউজ প্রকাশের তারিখ : May 1, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বুধবার (৩০ এপ্রিল) রাতে কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে এই পাল্টাপাল্টি গুলিবর্ষণ।

বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী। তবে এতে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

নয়াদিল্লির অভিযোগ, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে ভারতীয় সেনারা।

এর আগে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রতিবেশী দু’দেশের সম্পর্কে। এরপর থেকেই নিয়মিত প্রতিরাতে গোলাগুলি হচ্ছে দু’পক্ষের মধ্যে।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স