ঢাকা | বঙ্গাব্দ

সরকারি এলপি গ্যাস বিক্রিতে অনিয়মের অভিযোগে বিপিসি কার্যালয়ে দুদকের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিপিসি কার্যালয়ে এই অভিযান চালানো হয়।

দুদকের তদন্ত দল জানায়, বছরে সরকারি প্রায় ১৪ লাখ সিলিন্ডার বিক্রি করা হলেও গ্রাহক তা পেত না। সিন্ডিকেট করে এই সিলিন্ডারগুলো বিক্রি হতো। গ্যাস সিলিন্ডার সরবরাহের দায়িত্বে থাকা পদ্মা ও যমুনা ওয়েল কোম্পানির কর্মকর্তারা এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। দুর্নীতি করতেই বিপিসির কর্মকর্তারা সরকারি সিলিন্ডারের প্রচারণা করতেন না।

বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানান, যমুনা টেলিভিশনের মাধ্যমে সিলিন্ডারের গ্যাস নিয়ে ভয়ংকর অপরাধের খবর জেনেছি। বিপিসির কোনও কর্মকর্তা এতে জড়িত কিনা তা দেখা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি সরকারি এলপি গ্যাস বেসরকারিভাবে সিলিন্ডারে ভরে হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। এরপর এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।


নিউজটি আপডেট করেছেন : বার্তা সম্পাদক

কমেন্ট বক্স