ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার কাছে এনসিপির পাঁচ দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

জুলাই গণহত্যার বিচারসহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচটি দাবির কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে এ কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এদিন রাত সাড়ে আটটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে এনসিপির চার সদস্যর একটি প্রতিনিধি দল। নাহিদসহ এ দলে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার কাছে তিনটি দাবির কথা তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচন। এই ৩ বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপি ও জামায়াতে ইসলামী। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ডা. শফিকুর রহমান।

sorce: news24


নিউজটি আপডেট করেছেন : Monir Zaman Reporter

কমেন্ট বক্স