বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে ঘিরে গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার (১২ জুন) ভাইরাল হওয়া একটি ভিডিও ও ছবিতে দেখা যায়, তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে রাস্তার ধারে একটি গাবগাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত, সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে। দ্রুত বিষয়টিতে সাড়া দেয় স্থানীয় প্রশাসন ও অভিনয়শিল্পী সংঘ।
তবে পরে জানা যায়, এটি ছিল একটি ভুল বোঝাবুঝি। সমু চৌধুরী নিজেই জানান, তিনি প্রায়ই দেশের বিভিন্ন মাজারে ঘুরে বেড়ান মানসিক প্রশান্তির জন্য। এবারে তিনি বুধবার রাতে গফরগাঁওয়ের ঐ মাজারে যান। পরদিন সকালে নিজের পোশাক ধুয়ে গামছা পরে গাছের নিচে বিশ্রাম করছিলেন। সে সময় কে বা কারা তার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এখান থেকেই পুরো বিভ্রান্তির সূত্রপাত হয়।
ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনের পর রাতেই সমু চৌধুরীকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পাগলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. ফেরদৌস আলম। তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে তাকে তার খালাতো ভাই অপুর জিম্মায় দেওয়া হয়। এ সময় অভিনয়শিল্পী সংঘের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।